1। বাঙালী জাতির প্রধান অংশকোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ?
উত্তরঃ অস্ট্রিক।
2। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ?
উত্তরঃ ১৯৬৬ সালে।
3। IAEA এর সদর দফতর কোথায় ?
উত্তরঃ ভিয়েনা।
4। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ?
উত্তরঃ সিলেট।
5। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ?
উত্তরঃ লন্ডন।
6। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
7। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তরঃ ১০ : ৬।
8। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তরঃ সোনারগাঁও।
9। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২১ সালে।
10। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ?
উত্তরঃ বরিশাল।
11। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
12। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ?
উত্তরঃ সেন্টমার্টিন।
13। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ?]
উত্তরঃ ১১ টি।
14। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
উত্তরঃ ১৬১০ সালে।
15। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ?
উত্তরঃ ৫৪৩
ConversionConversion EmoticonEmoticon