বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত গনিতের বিগত বছরের গুরুত্বপূর্ন প্রশ্ন


1। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি
তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি
কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন
ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]
উত্তরঃ সমকোণী।
2। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে
ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪,
’১৪, ’১৫, ‘১৫]
উত্তরঃ ৯ গুণ।
3। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-
চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস,
পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১,
’১১, ’১৩, ’১৩, ‘১৪]
উত্তরঃ ১৬ গুণ।
4। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর
অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ?
[২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার
জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
5। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত
কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪,
’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]
উত্তরঃ ২২/৭
6। সামান্তরিকের ক্ষেত্রফল
নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস,
পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২,
’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ভূমি ×উচ্চতা।
7। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম
বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫,
’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
8। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে
বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ
তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস,
পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০,
’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
9। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের
যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি
নন ক্যাডার জব-’০৬, ‘১২]
উত্তরঃ ৫০৫০।
10। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন
বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার
হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম
বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬,
‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
11। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a
হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০,
’১১, ’১৪, ‘১৪]
উত্তরঃ (√3)/4 a²
12। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে
কোনো একটি পরিবার চিনি খাওয়া
এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয়
বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি
খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো?
[১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ ২০%
13। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০
ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪,
১২]
উত্তরঃ 3abc
14। টাকায় ৩টি করে আম ক্রয় করে,
টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা
কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ ৫০%
15। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম
বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২,
১৫]
উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
.
Previous
Next Post »