সরকারী চাকরী প্রস্তুতি।বিসিএস এর বিজ্ঞান প্রস্তুতি

বিসিএস সহ সকল সরকারী চাকরীর প্রস্তুতির জন্যে দৈনন্দিন বিজ্ঞান প্রস্তুতি

1.মৌমাছির চোখ কয়টি = ৫ টি
2.মাকড়সার পা কয়টি = ৮ টি
3. মাছির পা কয়টি = ৬ টি
4. সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি = চিতাবাঘ
5.ব্যাঙের হৃৎপিন্ডের প্রকোষ্ট কয়টি = ৩ টি
6. কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় = ত্বকের
7.মানব দেহে মোট কয়টি হাড় থাকে = ২০৬ টি
8. মানব দেহে কশেরুকার সংখ্যা কত = ৩৩ টি
9. মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত = ২০ টি
10.মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নামকী = যকৃত
11. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নামকী = ফিমার
12. মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নামকী = ত্বক
13. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন = ১২০ দিন
14. অনুচক্রিকার গড় আয়ু কত = ১০ দিন
15. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে = ল্যান্ড স্টিনার
16. বিলিরুবিন কোথায় তৈরী হয় = যকৃতে
17.মুত্র প্রস্তুত হয় কোথায় = কিডনীতে
18. মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কীবলে = ডিম্বাণু
19.প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত = ৭২ বার
20. নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে = ধমনীর মাধ্যমে
21. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনেরকারণে = মেলানিন
22.সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিকউষ্ণতা কত = ৩৬ .৯ ডিগ্রী
23. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কেআবিস্কার করেন = ইউলিয়াম হার্ভে
24. ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিকউষ্ণতা কত = ৯৮.৪ ডিগ্রী
25. নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতাবেশি = নারীর
26. কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুতদিতে পারে = পুরুষ
27. পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে = নিউরন
28. পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম = Y ক্রোমোজম
29. স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনক্রোমোজম = X ক্রোমোজম
30. মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত = ২৩ জোড়া
31.জীবের বংশ গতির একক কোনটি = জিন
32. এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টিহয় = আমাশয়
33. AIDS অর্থ কী = Acquired Immune Deficiency Syndrome.
34. কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতাবলে = এবি (AB) গ্রুপ কে
35.: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতাবলে = ও ( O) গ্রুপ
 বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে = লুইস ব্রাউন (ইংল্যান্ড )

Previous
Next Post »